মুখোরিত সন্ধ্যার জন কলাহলের ভিড়ে
শুধু একটিবার আবৃত্তি হবে ভেবে
আমার কবিতা লেখা হয় না আর।
আমার, স্বপ্ন ভরা চিৎকার,
মাত্রাহীন ভালোবাসার,
ছন্দহীন যন্ত্রণার,
যুক্তিহীন কল্পনার,
এ স্বল্পায়ু আমার অসহ্য!
আমি প্রচন্ড অসীম হতে চাই!
আমি অলস কবিতার কবি হতে চাই না!
তার পরো লিখে ফেলি আনমনে
আমার নিশ্বাসের, প্রতি প্রশ্বাসের এ শব্দবান।
আমার কথা
শুধু প্রেমের ব্যথা নয়।
মাঝে মাঝে মনে হয়;
এক ক্রোশ, দুই ক্রোশ, তিন ক্রোশ
সব কবিতা লিখে ফেলি
পায়ে হাটা সব পথিকের জন্য
তারা হাটবে আর পড়বে
আমার সব কবিতা!
কিন্তু পাকা রাস্তায় অসংখ্য ব্যস্ত যানের
কোন একটির আঘাতে
রক্ত মেখে
চোখের সামনে
যেদিন মরে গেল এক আগুন্তুক
সেদিন থেকে রক্ত মাখা
পথের কবিতার কবি না হয়ে
আমার প্রসস্ত রাস্তা হতে ইচ্ছে করে।
হলুদ সাদা শহরের সবুজ গাছ হতে ইচ্ছে করে।
শীর্ণ উলঙ্গের বস্ত্র হতে ইচ্ছে করে।
মঙ্গায় খাদ্যের দাঙ্গা হতে ইচ্ছে করে।
আর মাত্র কয়েকজনের জন্য
তপ্ত বুলেট হতে ইচ্ছে করে।
আমার এ সব ইচ্ছে পূরণ হলেই
আমি ঘরে ফিরে যাব
প্রিয়ার বুকে লিখব একটি প্রেমের মহাকাব্য,
দশ মাস দশ দিন দীর্ঘ লাইন।
- অপরাজিতা
সিরাজাম মনিরা
- জুলাই ৩০, ২০২৪ - অন্য পৃথিবীর গল্প
রোদ্দুর
- মার্চ ২২, ২০২৪ - ইদানীং
মাসুদ করিম
- ডিসেম্বর ৭, ২০২৩