আমার মুখের উপর একগুচ্ছ চুল; হঠাৎ খোলা জানলায় স্নিগ্ধ বাতাসে চুলগুলো নাকে মুখে লেপ্টে যায়; আমার ঘুম ভাঙ্গে। সে তখনো আমার বুকের উপর মাথাগুজে ঘুমের দেশে ঘুরছে। হয়তো সে একটা সেনালী স্বপ্ন দেখছিলো। আর আমি দেখছিলাম স্বর্ণলতিকার মত আমায় জড়িয় পরম নির্ভরতায় ঘুমে আচ্ছন্ন অপার্থিব সুন্দর ঐ মুখের নিমগ্নতা।
কিন্তু আমার উঠতে হবে। ডান হাত দিয়ে মুখের উপর থেকে চুলগুলো সরালাম। মোবাইটা হতে নিয়েই দেখতে পাই সকাল ৭টা ৩০। আমার উঠতেই হবে। ওর মাথায় হাত রেখে চুলে বিলিকাটা শুরু করি; উমহু ওর ঘুম ভাঙ্গেনা; মৃদুস্বরে ডাক দিতে চাই ‘মেঘবালিকা, এই মেঘবালিকা… এবার ওঠো, আমায় এক কাপ কফি করে দাও, অনেকটা কাজ বাকি।’ কিন্তু গলা থেকে স্বর বেরোয় না। আমার অবচেতন মন হয়তো ওকে জাগাতে চায়না। ঘুমুক না মেয়েটা আরো কিছুক্ষণ…
উঠতে হবে। ১১টায় প্রডিউসারের সাথে মিটিং। স্ক্রিপ্টের আরো ৪টা দৃশ্য বাকি আছে লেখার। স্ক্রিপ্ট শেষ করেই হাতিরঝিলের বাসা থেকে যানজট পেড়িয়ে উত্তরার গাড়ি ধরতে হবে। কিন্তু বুকের উপর থেকে ওর মাথাটা সরাতে ইচ্ছে করছে না; যদি ওর ঘুম ভেঙ্গে যায়? সারা দিন কত কত কাজ করে ক্লান্ত মেয়েটা! আমি ভাবছিলাম আমাদের সেই প্রথম দেখার সন্ধ্যাটার কথা। একটা রূপালী সন্ধ্যা; একটা অদ্ভুত সম্মোহন। আমাদের কতো কথা, কতটা ভালোবাসার গল্প।
কিন্তু আমার উঠতে হবে। ডান হাত দিয়ে মুখের উপর থেকে চুলগুলো সরালাম। মোবাইটা হতে নিয়েই দেখতে পাই সকাল ৭টা ৩০। আমার উঠতেই হবে। ওর মাথায় হাত রেখে চুলে বিলিকাটা শুরু করি; উমহু ওর ঘুম ভাঙ্গেনা; মৃদুস্বরে ডাক দিতে চাই ‘মেঘবালিকা, এই মেঘবালিকা… এবার ওঠো, আমায় এক কাপ কফি করে দাও, অনেকটা কাজ বাকি।’ কিন্তু গলা থেকে স্বর বেরোয় না। আমার অবচেতন মন হয়তো ওকে জাগাতে চায়না। ঘুমুক না মেয়েটা আরো কিছুক্ষণ…
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)
- অপরাজিতা
সিরাজাম মনিরা
- জুলাই ৩০, ২০২৪ - অন্য পৃথিবীর গল্প
রোদ্দুর
- মার্চ ২২, ২০২৪ - ইদানীং
মাসুদ করিম
- ডিসেম্বর ৭, ২০২৩