আয়না পর্ব | কবিতা | ফরিদ উদ্দিন মোহাম্মদ


আয়না -১

যেখানে মাটিরা কথা কয়
সমুদ্র যেখানে ষোড়শীর নুপুর ছোঁয়ার অপেক্ষায় থাকে
সেখানে জেগে ওঠে অবিরাম –
– কিছু মৃত কথোপকথন
ডানা মেলে উড়ে যায় শীষ দেয়া ঝাউয়ের ডালে;
দুর্বার জোসনা সত্যি জাগিয়ে তোলে
সেই সব চোরাবালি স্তর আর কোরাল
যেখানে ভিজতাম আমরা –
– জোসনা, সমুদ্র আর আমাদের জলে;
সাগরের শেষ ঢেউটিও এখানেই এসে পড়বে
তাদেরও মুখস্ত আমাদের আত্মকথন;
Image result for abstract art

আয়না -২

তারপর সেই তারাটাও সমুদ্রে যাবে
চোরাবালির মধ্যে ঢুকে যাবে;
খসে পড়ে অদৃশ্যের মত
গত শতাব্দিতে যেমনি খসে গেছে
নীলাভ নক্ষত্র আর কালো অন্ধকার সময়
চিরায়ত যুদ্ধ এখানে আদম হাওয়ার
তারাটা এসে পড়ে ঠিক এখানেই
হাজার বছর পরে আরো একটা যুদ্ধ হয়েছিল –
– তোমার আমার
তুমি এখন রক্ত লাল ঠোঁট নিয়ে উড়ে বেড়াও হাওয়ায়
আমি বসন্তে গান করি তবুও আদিম।

Image result for abstract art
ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)

One thought on “আয়না পর্ব | কবিতা | ফরিদ উদ্দিন মোহাম্মদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনিও লিখতে পারেনন ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিনে

X