код

ইচ্ছে করে তোমাকে বলি

ইচ্ছে করে তোমাকে বলি
চলো নীলক্ষেতে যাই,
বই এর দোকানে দোকানে ঘুরি,
তোমাকে উৎসর্গ করবোসব জিবনান্দের বই।
ইচ্ছে করে তোমাকে বলি,
চলো খিলক্ষেতে যাই,সেখানে আছে
এক নজরুলের ঘর
সেখানে মাটির পাত্রেচা খাবো বসে অনেক পেয়ালা।ইচ্ছে করে তোমাকে বলি,হাতির ঝিলে এসো,এসো গুদারা ঘাটতোমাকে নৌকায় নিয়ে যাবোকাওরান বাজার,কাওরান বাজার থেকে গুলশানগুলশান থেকে কাওরান বাজার,কাওরান বাজার থেকে গুলশান,গুলশান থেকে কাওরান বাজার,কাওরান বাজার থেকে গুলশানগুলশান থেকে কাওরান বাজার,কাওরান বাজার থেকে গুলশান।তারপর ফুটপাতে ফুটপাতেঘুরবো কপাল ভাঁজ করে।ট্রাফিক পুলিশের তারা খাওয়া কোনো একরিকশায় চড়ে ঘুরবো, যতক্ষন ঘোরা যায়।ইচ্ছে করে তোমাকে বলি,চলো নিরুদ্দেশ কোনো খানেকিছুক্ষণ থেকে আবার চলে যাবে তুমিতোমার উদ্দেশ্যেআমি আমার উদ্দেশ্যে।এরপর যদি সময় পাও, তবে এসোআবার গুদারা ঘাটতোমাকে নৌকায় নিয়ে যাবো আবার,গুলশান থেকে কাওরান বাজার,কাওরান বাজার থেকে গুলশান,গুলশান থেকে কাওরান বাজার,কাওরান বাজার থেকে গুলশানগুলশান থেকে কাওরান বাজার,কাওরান বাজার থেকে গুলশান।

ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)

৩ thoughts on “ইচ্ছে করে তোমাকে বলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *