“সহযাত্রী” এর ডিরেক্টরসিপ/শেয়ারহোল্ডার নেওয়ার জন্য এক্সেপ্রেশন অব ইন্টেরেস্ট (EOI) আওহ্বান ।

আমরা অনেকেই অনেক কিছু করার, বড় কিছু করার স্বপ্ন দেখি, উদ্যোগী হই । সঠিক পরিকল্পনা এবং উপযুক্ত টিম এর অভাবে আমাদের উদ্যোগ গুলো থেমে যায় কিংবা অনেক আইডিয়া আইডিয়াতেই অনেক দিন ধরে আটকে থাকতে থাকতে শেষ হয়ে যায়। একটি সফল যাত্রার জন্য প্রয়োজন উপযুক্ত সহযাত্রী বা টিম।একটি বড় লক্ষ্যকে সামনে রেখে ছোট একটি পদক্ষেপ দিয়ে যাত্রা শুরু করবে “সহযাত্রী”। সহযাত্রীর প্রাথমিক শেয়ার হোল্ডার এর সংখ্যা হবে একশত এক জন (১০১) । উদ্যেগী, উদ্যোমী মানুষদের নিয়ে সমমর্যাদার ভিত্তিতে যাত্রা শুরু করার লক্ষ্যে আগ্রহীদেরদের নিকট থেকে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (EOI) আওহ্বান করা হচ্ছে।

উদ্দেশ্য : আগ্রহীদের নিয়ে একটি পাবলিক লিমিটেড কোম্পানী গঠন করা।
প্রাথমিক মুলধন এর পরিমান : দশ লক্ষ দশ হাজার টাকা ।
শেয়ার হোল্ডার এর সংখ্যা : ১০১ (একশত এক) জনের বেশি নয়।
প্রতি শেয়ারের মূল্য : ১০,০০০ (দশ হাজার টাকা মাত্র) হাজার টাকা।

শেয়ার হোল্ডারগনের প্রাথমিক যোগ্যতা।

১) এসএসসি ৯৯’ ব্যাচের শিক্ষার্থী হতে হবে।
২) ইন্টারনেট নিয়মিত ব্যবহার করে এমন হতে হবে।
৩) যোগাযোগ দক্ষতা এবং মতামত দেবার ক্ষমতা থাকতে হবে।
৪) বাংলা/ইংরেজি বোঝার এবং লেখার সামর্থ থাকতে হবে।
৫) উদ্যোমী, সেল্ফ মোটিভেটেড এবং দায়িত্বশীল হতে হবে।।

কোম্পানির বৈশিষ্ট

১) এটা বিশুদ্ধ ও স্বাস্থ্যকর মানব খাদ্যদ্রব্য প্রস্তুত/প্রসেসিং এবং বিপনন নিয়ে কাজ করবে।
২) কৃষি নিয়ে কাজ করবে। আধুনিক কৃষি প্রযুক্তি/যন্ত্র আমদানী ও প্রস্তুত।
৩) খাদ্য রপ্তানিতে সংক্রান্ত কাজ করবে।

উদাহরণ : 

১) ঘী,বাটার,পনির, দই, পাস্তুরিত দুধ প্রস্তুত । 
২) ৬৪ জেলার প্রসিদ্ধ খাবার বিপনন। 
৩) হিমায়িত মাছ / মাংস বিদেশে রপ্তানী।
৪) মধু, তেল।
৫) প্রোটিন খামার ।

বাস্তবায়ন প্রক্রিয়া।

১) আগ্রহীদের নিকট থেকে আবেদন আহবান করা হবে।
২) বাছাই করে তালিকা চড়ুান্ত করা হবে।
৩) বাছাইকৃতদের নিয়ে মিটিং করে রেজুলশন এবং কর্ম পরিকল্পনা গ্রহন করা হবে।
৪) অফিস,লিগ্যালাইজেশন এবং ব্যাংক অ্যাকাউন্ট।
৫) ন্যূনতম মেশেনারি এবং পন্য আমাদানি।
৬) প্রমোশন এবং ডিসট্রিবিউশন।

সময়ের হিসেব

ব্যয় পরিকল্পনা

১) ১ লক্ষ টাকা রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় ব্যয়।
২) ২ লক্ষ টাকা অফিস প্রস্তুতিকরন।
৩) ৫ লক্ষ টাকা মেশিণ/ উপকরন ক্রয়।
৪) ১ লক্ষ টাকা পরিচালনা ব্যয়।
৫) ১ লক্ষ টাকা প্রমোশন।

নিয়মাবলী

১) প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
২) শেয়ার এর টাকা প্রথম মিটিং এর পর দুই কিস্তিতে দিতে হবে ।
৩) ৬৪ জেলার ৬৪ শেয়ার কোটা, লিগ্যাল ১ টি কোটা, থাকবে।
৪)  শেয়ার হোল্ডার বেশি হলে প্রথম ১০১ জনের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।

নির্বাচিতদের নিয়ে সুন্দর একটি দিনে সুন্দর একটি রিসোর্ট এ একদিন একরাত থেকে মিটিং করে চুড়ান্ত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

আগ্রহ প্রকাশ করার নির্ধারিত ফরমে যেতে এখানে ক্লিক করো।

আগ্রহ প্রকাশের শেষ তারিখ ১৫ ফেব্রূয়ারি ২০২০ খ্রি.।

—————————————————————

প্রস্তাবনায়
মাসুদ করিম
অ্যানিমেটর। ডিরেক্টর, ড্রিম মেকার ক্রিয়েটিভ স্টেশন।হেড অফ আইটি মিডিয়া, ইনডেক্স গ্রূপ।
ইমেইল: masudkarimmilon@gmail.com
ফেইসবুক লিংক : ক্লিক

ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)

৮৫ thoughts on ““সহযাত্রী” এর ডিরেক্টরসিপ/শেয়ারহোল্ডার নেওয়ার জন্য এক্সেপ্রেশন অব ইন্টেরেস্ট (EOI) আওহ্বান ।

  1. UID_95859078###
    Baru-baru ini, para pemain Mahjong Wins 3 dikejutkan dengan bocoran RTP yang diklaim bisa meningkatkan peluang kemenangan secara signifikan. Banyak yang percaya bahwa informasi ini membantu mereka mendapatkan hasil yang lebih konsisten dalam permainan. Jika Anda ingin tahu lebih lanjut, cek bocoran RTP Mahjong Wins 3 hari ini dan lihat apakah strategi ini benar-benar efektif.

  2. UID_57331425###
    Skandal terbaru mengguncang komunitas pecinta game slot setelah seorang admin terkenal, Rachel, dikabarkan tertangkap membocorkan pola kemenangan Gate of Olympus. Banyak yang bertanya-tanya apakah informasi ini benar-benar akurat atau hanya sekadar rumor yang beredar di kalangan pemain. Simak lebih lanjut detailnya dalam artikel admin Rachel tertangkap bocorkan pola Gate of Olympus.

  3. UID_17136916###
    Kisah inspiratif datang dari seorang tukang ojek online asal Tangerang yang berhasil membawa pulang hadiah fantastis setelah bermain Mahjong Ways 2. Dengan modal kecil, ia sukses mengubah nasibnya dan meraih kemenangan besar senilai 200 juta rupiah. Penasaran bagaimana caranya? Simak kisah lengkapnya di artikel tukang ojek online menang 200 juta dari Mahjong Ways 2.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনিও লিখতে পারেনন ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিনে

X