код

এসডিএ এর সভা সম্পন্ন । সাংগঠনিক

গত ১৮ অক্টোবর ২০১৯ খ্রি. তারিখে বিকেল ৩ টা ৩০ মিনিটে চাকলাদার পাড়া চকদৈ বিদ্যালয়ে এসডিএ (সেল্ফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন) এর দ্বিতীয় সভা সম্পন্ন হয়। পবিত্র কুরআন থেকে তেলওয়াত এবং জাতীয় সংগীত এর মাধ্যমে এ সভা সম্পন্ন হয়। প্রায় এক যুগ আগে শুরু হওয়া “ছাত্র উন্নয়ন সংঘ” এর পরবর্তী যাত্রা বর্তমানে এসডিএ (সেল্ফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন) রূপে  নতুন ভাবে যাত্রা শুরু করলো। “ছাত্র উন্নয়ন সংঘ” শুরু হয়েছিল গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান সহ শিক্ষা সম্পৃক্ত বিভিন্ন উদ্দেশ্য নিয়ে । সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই সংকুচিত লক্ষ্য উদ্দেশ্য কে আরো প্রসারিত করে  এসডিএ  মোট পাঁচটি বিভাগে কাজ করার অঙ্গীকার নিয়ে তার যাত্রা শুরু করলো। 

১) মেধা উন্নয়ন, ২) মানবিক উন্নয়ন, ৩) স্বাস্থ্য উন্নয়ন,৪) সাংস্কৃতিক উন্নয়ন এবং ৫) দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেদের উন্নয়নের সংকল্প নিয়ে নতুন ভাবে যাত্রা শুরু করলো এসডিএ। নতুন পুরাতন মিলিয়ে প্রায় ৩৫ জন সদস্য সভায় উপস্থিত হন এবং একটি সফল আলোচনা সম্পন্ন শেয়ে বেশ কিছু পরিকল্পনা গৃহিত হয়। এক্ষেত্রে ডিসেম্বর ২০১৯ খ্রি. পর্যন্ত প্রস্তুতিকাল সম্পন্ন করে জানুয়ারি ২০২০ খ্রি. থেকে মাঠে নামবে এসডিএ । সভায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাকালীণ সভাপতি : আলীইমাম তপন চাকলাদার, সাধারন সম্পাদক : দেলোয়ার হোসেন সূমন, সাংগঠনিক সম্পাদক :
মাসুদ করিম, অর্থ সম্পাদক : মোঃ আল আমিন, মোঃ বাতেন চাকলাদার , মোঃ নাইম চাকলাদার, মোঃ জয়নাল আবেদিন , মোঃ তৌকির আহম্মেদ , মোঃ কাজী নুরুজ্জামান মুরাদ , মোঃ শান্ত , মোঃ মামুন চাকলাদার,  বিজয় চাকলাার, মোঃ সৌমিক আহম্মেদ শীতল, মোঃ কাইয়ুম চাকলাদার, মোঃ বিপ্লব চাকলাদার,মোঃ রাজু , মোঃ আবু আহম্মেদ সহ আরো অনেকে।
ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *