করোনা ভাইরাস এবং আমাদের ইমান পরীক্ষা।

আজ সকালে আমার মা বলল, করোনা ভাইরাসের নামের ভিতর কি কি আছে জানিস? আমি বললাম, “না জানিনা”। তুমি বলতো কি? । আমার আম্মু বলল, করোনা ভাইরাসের যে নাম তার মধ্যেই আছে- কুরআন, অজু এবং নামাজ। তাই সবার উচিৎ কুরআন পড়া, অজু করা এবং নামাজ পড়া । আমি নিশ্চিত ভাবেই জানি যে, আমার মা এ তথ্য গুলো পেয়েছে অনলাইন থেকে, বিশেষ করে ইউটিউব এবং ফেইসবুক থেকে।
কিছুদিন আগেই করোনা নিয়ে এক মুসলিম যুবকের স্বপ্ন নিয়ে এক বক্তার বক্তব্য ছড়িয়ে পড়লো। শোনা গেল করোনা এসেছে মুসলিম বিরোধীদের শায়েস্তা করতে আল্লাহর গজব হিসেবে এসেছে করোনা ভাইরাস, শোনা গেল কিউ সেভেন এর শানে-নযুল, শোনা গেল চায়নার রাস্তায় রাস্তায় বিধর্মীদের নামাজের ঢল, টিকটকে দেখা গেলা মাস্ককে তোয়াক্কা না করে টুপি পড়ে যুবক হেটে চলেছে মসজিদের দিকে (সাথে সেই বিখ্যাত মিউজিক : ওওওওও—ওওওও ).
এদিকে করোনা থেকে রক্ষাপেতে গোমুত্র পানের মাত্রা সমান তালে প্রচার লাভ করেছে। গুরুর দুধের চেয়েও এখন গোমুত্রের দাম বেশি। আবার এই গোমুত্র পান করেই বাবা রামদেব (বিখ্যাত যোগী) হাসপাতালে আছেন বলে সংবাদ পাওয়া গেল।
বাংলাদেশে শুধু করোনা লীগ গঠিত হওয়া ছাড়া এ বিষয়ে সব প্রায় সবরকম হাস্যরস হয়ে গেছে। কোয়ারেন্টিন থেকে রোগীর পলায়ন, কোয়ারেন্টিন এর ছুটি পেয়ে সাজেক ভ্রমণে যাওয়া, প্রবাসী কল্যাণ মন্ত্রীর নবাবজাদার বক্তব্য, পাঁচশত টাকা করোনা পরীক্ষা মুক্তি সহ, করোনা কবিরাজি ।
আবার স্থানীয় এবং অস্থানীয় বিশেষজ্ঞরা বলছেন চীনকে অর্থনৈতিক ভাবে নাজেহাল করার জন্য এটা আমেরিকার জৈব অস্ত্র। আমেরিকান বিশেষজ্ঞ বলছেন চীনরাই এই করোনা জৈব অস্ত্র ল্যাবে তৈরি করছিলেন, কিন্তু অসতর্কতা বশত তা ছড়িয়ে পরে যা চীন বেশ কিছুদিন গোপন রেখেছিল। অনেক বিশেষজ্ঞ বাংলাদেশ অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে, আবার আরেক এক্সপার্ট বলছেন যে, না তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে করোনা ছড়ায় না, আতঙ্কিত না হয়ে সচেতন হোন।
সর্বশেষ করোনা চিকিৎসা থানকুনি পাতায় এসে ঠেকেছে। তিনটা থানকুনি পাতা খেলেই সেরে যাবে করোনা। এদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। যাইহোক একটু জগাখিচুরী অবস্থা চলছে।
তাই সতর্ক সচেতনার সাথে সাহস নিয়ে বেচে থাকুন। কিভাবে সতর্ক থাকতে হবে ইতিমধ্যে আপনি তা জেনে গেছেন।
লেখকঃ মাসুদ করিম।

৫ thoughts on “করোনা ভাইরাস এবং আমাদের ইমান পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *