উত্তাল সঙ্গমের পর ক্লান্ত হয়ে
যখন তুমি আমার কোলে
মাথা রেখে ঘুমাও, আমি তোমার চুলে
বিলি কাটি আর গোগ্রাসে গিলি
তোমায় চুমু খাই তোমার চোখ,
কপাল, গাল আর ঠোটের ঠিক কোনাটায়,
কতটা জ্বলে উঠি, কতটা পুড়ি
তোমায় হারিয়ে, কি করে আর
কিভাবে বোঝাবো তোমায়,
আমি নিঃশেষ হচ্ছি
আমারও খুুব ইচ্ছে করে
তোমায় বলি, আমাকে একটু ধরবে শক্ত করে।
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)
- অপরাজিতা
সিরাজাম মনিরা
- জুলাই ৩০, ২০২৪ - অন্য পৃথিবীর গল্প
রোদ্দুর
- মার্চ ২২, ২০২৪ - ইদানীং
মাসুদ করিম
- ডিসেম্বর ৭, ২০২৩