код

জোকার কেন এতো জনপ্রিয়?

কার একজন মনস্তাত্তিক সুপারভিলেন বা নিষ্ঠুর ভার । ডিসি কমিক ১৯৪০ সালে জোকার চরিত্রটি তুলে ধরে, অতিরিক্ত ভাড়ামির সাথে নতুন তেমন কিছু যুক্ত করতে না পেরে এক সময় তাকে বাদ দেওয়া হয়েছিল, পরবর্তীতে পাঠকদের অনুরোধে আরও চালাক এবং ভয়ঙ্কর রুপে জোকার কে ফিরিয়ে আনা হয়। ১৯২৮ সালে মুক্তি পাওয়া “ দ্যা ম্যান হু লাফস ” এর চরিত্র “গুইনপ্লেইন” এর উপর ভিত্তি করে বা অনুপ্রেরনায় জোকার চরিত্র নির্মান করা হয়েছিল।

এখন পর্যন্ত জোকার চরিত্রে অভিনয় করেছেন ৪ জন অভিনেতা সিজার রোমারো, মার্ক হ্যামিল, জ্যাক নিকলসন এবং হিথ লেজার। জোকার চরিত্র টি আলোচনায় আসার পিছনে হিথ লেজার বহুলাংশে দায়ী।হিথ আন্ড্রিউ ল্যাজার একজন অস্ট্রেলিয়ান অভিনেতা। লেজার অভিনীত ‘দ্য ডার্ক নাইট’ সিনেমাটি মুক্তি পায় ২০০৮ সালে। হিথ লেজার প্রথম দিকে জোকার চরিত্র করতে অসম্মত ছিলেন কারন তিনি কোন সুপার হিরো মুভিতে অভিনয় করতে চাননি। কিন্তু ব্যাট ম্যান বিগিন দেখে হিথ লেজার এতোটাই মুগ্ধ হন যে তিনি জোকার চরিত্রে নেবার জন্য পরিচালক কে অনুরোধ করেন।
জোকার রোল প্রস্তুতির জন্য হিথ লেজার একটি হোটেল রুম ভাড়া নেন, এবং সেখানে তিনি বন্দীর মতো জীবন যাপন করেন । হিথ লেজার নিজেই জোকার চরিত্রটি অনেক ডেভেলপ করেছিলেন, এবং চরিত্রটি গভীরভাবে আয়ত্ত্ব করেছিলেন , জোকারের চরিত্রটির মেক-আপ হিথ নিজেই ডিজাইন করেছিলেন, জোকারের জিহ্বার অভ্যাস পরবর্তীতে হিথ লেজার এর অভ্যাসেও পরিনত হয়েছিল। হিথের পছন্দের রোল ছিল জোকার, এ চরিত্রর জন্য তিনি ৩২ টি পুরষ্কার পান। শোনা যায় জোকার চরিত্রটি অভিনয় করার সময়ই হিথ লেজার অসুস্থ হয়ে পরেন, হিথের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে সে সময় তিনি বিভিন্ন ডাক্তার পরামর্শে ঔষধ খেতে থাকেন। তিনি সবসময় শুধু জোকার এর কথাই ভাবতে থাকেন, তার মাথায় সব সময় জোকার এর চিন্তা চলতে থাকতো। ড্রাগ ওভারডোজ এর কারনে মাত্র ২৯ বছর বয়সে হিথ লেজার মৃত্যুবরণ করেন। ডার্ক নাইট মুভির সেরা সাপোর্টিং রোলের কারনে অস্কার পান হিথ লেজার, কিন্তু তিনি এ পুরষ্কার নিজ হাতে গ্রহন করতে পারেন নি। ডার্ক নাইট ‍মুভি মুক্তির ৬ মাস পুর্বেই হিথ লেজার মৃত্যুবরণ করেন। সবকিছু মিলিয়ে জোকার চরিত্র নিয়ে এতো কৌতুহলের পিছনের যে মানুষটি গুরত্বর্পূন তিনি হলেন হিথ লেজার ।
সুত্র : ইন্টারনেট।
ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)

One thought on “জোকার কেন এতো জনপ্রিয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *