নিয়োগ বিজ্ঞপ্তি

ড্রিমমেকার ক্রিয়েটিভ স্টেশন, ঢাকা , বাংলাদেশ- নিম্নোক্ত পদে স্বল্পমেয়াদী সময়ের জন্য পার্টটাইম/ফুলটাইম হিসেবে জনবল নিয়োগ দিতে ইচ্ছুক। উক্ত পদ গুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহীদের নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে।

ক্রমপদের নামপদ সংখ্যাবেতনযোগ্যতা
১)গবেষকআলোচানা সাপেক্ষেস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান বিষয়ে স্নাতক/স্নাতক উত্তোর।
২)সৃজনশীল লেখকআলোচানা সাপেক্ষেকবিতা/গল্প/প্রবন্ধ লেখায় পারদর্শী
৩)চিত্র শিল্পীআলোচানা সাপেক্ষেছবি আকায় দক্ষ। গ্রাফিক্স ডিজাইন এ পারদর্শী এবং চারুকলার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪)গ্রাফিক্স ডিজাইনারআলোচানা সাপেক্ষেইলাস্ট্রেটর,ফটোশপ এ দক্ষ। প্রিন্টি মিডিয়া সম্পর্কে অভিজ্ঞ। ছবিআকায় পারদর্শীতা এবং প্রশিক্ষন প্রাপ্তদের অগ্রাধিকার
৫)অ্যানিমেটরআলোচানা সাপেক্ষেব্লেন্ডার, সিনেমা ফোরডি, মায়া, অ্যাডোবি অ্যানিমেট, আফ্টার ইফেক্ট বা এ জাতীয় সফটওয়ারে পারদর্শী।
৬)ভিডিও এডিটরআলোচানা সাপেক্ষেপ্রিমিয়ার প্রো, ফাইনাল কাট কিংবা এ জাতীঢ সফ্টওয়ারে পারদর্শী এবং অভিজ্ঞদের অগ্রাধিকার।
৭)ওয়েভ সাইট ডেভেলপমেন্টআলোচানা সাপেক্ষেওয়ার্ডপ্রেস, সিএসএস, পাইথন।
৮)অফিস সহকারিআলোচানা সাপেক্ষেঅভিজ্ঞদের অগ্রাধিকার।
জনবলের তালিকা

আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থদের আগামী ১০ আগস্ট, ২০২০ খ্রিঃ তারিখের মধ্যে ওয়েবসাইটের নির্ধারিত আবেদন ফরম পূরন করে তথ্য সাবমিট করতে হবে।