ড্রিমমেকার ক্রিয়েটিভ স্টেশন, ঢাকা , বাংলাদেশ- নিম্নোক্ত পদে স্বল্পমেয়াদী সময়ের জন্য পার্টটাইম/ফুলটাইম হিসেবে জনবল নিয়োগ দিতে ইচ্ছুক। উক্ত পদ গুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহীদের নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে।
ক্রম | পদের নাম | পদ সংখ্যা | বেতন | যোগ্যতা |
১) | গবেষক | ৩ | আলোচানা সাপেক্ষে | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান বিষয়ে স্নাতক/স্নাতক উত্তোর। |
২) | সৃজনশীল লেখক | ৩ | আলোচানা সাপেক্ষে | কবিতা/গল্প/প্রবন্ধ লেখায় পারদর্শী |
৩) | চিত্র শিল্পী | ২ | আলোচানা সাপেক্ষে | ছবি আকায় দক্ষ। গ্রাফিক্স ডিজাইন এ পারদর্শী এবং চারুকলার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
৪) | গ্রাফিক্স ডিজাইনার | ২ | আলোচানা সাপেক্ষে | ইলাস্ট্রেটর,ফটোশপ এ দক্ষ। প্রিন্টি মিডিয়া সম্পর্কে অভিজ্ঞ। ছবিআকায় পারদর্শীতা এবং প্রশিক্ষন প্রাপ্তদের অগ্রাধিকার |
৫) | অ্যানিমেটর | ২ | আলোচানা সাপেক্ষে | ব্লেন্ডার, সিনেমা ফোরডি, মায়া, অ্যাডোবি অ্যানিমেট, আফ্টার ইফেক্ট বা এ জাতীয় সফটওয়ারে পারদর্শী। |
৬) | ভিডিও এডিটর | ১ | আলোচানা সাপেক্ষে | প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট কিংবা এ জাতীঢ সফ্টওয়ারে পারদর্শী এবং অভিজ্ঞদের অগ্রাধিকার। |
৭) | ওয়েভ সাইট ডেভেলপমেন্ট | ১ | আলোচানা সাপেক্ষে | ওয়ার্ডপ্রেস, সিএসএস, পাইথন। |
৮) | অফিস সহকারি | ২ | আলোচানা সাপেক্ষে | অভিজ্ঞদের অগ্রাধিকার। |
আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থদের আগামী ১০ আগস্ট, ২০২০ খ্রিঃ তারিখের মধ্যে ওয়েবসাইটের নির্ধারিত আবেদন ফরম পূরন করে তথ্য সাবমিট করতে হবে।