প্রফেসর ড. ইউসুফ শরীফ আহমেদ খান কে গভীর ভাবে স্মরণ করছে: রক্ষাকবচ।

আজ ৩১শে জুলাই ২০২০ ইং আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক প্রয়াত প্রফেসর ড. ইউসুফ শরীফ আহমেদ খান স‍্যারের ১৬তম মৃত্যুবার্ষিকী। যিনি “ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্স ” বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারিকুলামে অন্তুর্ভুক্ত করে স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করে একটি মাইলফলক স্থাপন করে গেছেন। ২০০৩-২০০৪ সাল শিক্ষাবর্ষে “মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এর প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি এই নজির স্থাপন করেছিলেন। সে সময় বাংলাদেশে অপরাধ বিজ্ঞান বিষয়ে “মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” ছিল একমাত্র উচ্চ শিক্ষার কেন্দ্র। পরবতীর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার পরবর্তী সময়ে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এই ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের যাত্রা শুরু করে।

“ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্স ” এর পঠিত জ্ঞানকে সক্রিয় এবং নিয়োমিত ভাবে কাজে লাগাতে ৩১ জুলাই ২০১৫ খ্রি. যাত্রা শুরু করেছিল “আর্মলেট ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ টিম”। “আর্মলেট” অপরাধ বিষয়ক ম্যাগজিন “রক্ষাকবচ” এর তিনিটি সংখ্যা প্রকাশ করেছে ইতিমধ্যে। অপরাধ বিষয়ক ম্যাগজিন “রক্ষাকবচ” এর প্রবাহ চালু রাখতে “ড্রিমমেকার ক্রিয়েটিভ স্টেশন” উদ্যোগ গ্রহন করেছে। ২০১৭ সালের ৩১ জুলাই তারিখ প্রয়াত প্রফেসর ড. ইউসুফ শরীফ আহমেদ খান স‍্যারেকে উৎস্বর্গ করে রক্ষাকবচ ম্যাগাজিনের তৃতীয় সংখ্যা প্রকাশ হয়েছিল যা আজকে ফ্লিপ বুক আকারে অনলাইনে প্রকাশ করা হলো।

৩ thoughts on “প্রফেসর ড. ইউসুফ শরীফ আহমেদ খান কে গভীর ভাবে স্মরণ করছে: রক্ষাকবচ।

  1. Thank you a lot for providing individuals with a very nice possiblity to read critical reviews from this site. It is usually very great and full of a good time for me and my office colleagues to search your website more than three times in a week to read the new tips you have. And definitely, I am just always amazed with the very good creative ideas you serve. Certain 1 tips on this page are in reality the finest we have ever had.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *