বহুদিন তোমাকে কবিতা লিখিনা
বহুদিন তোমাকে বলিনা কি অনন্য
উপহার তুমি আমার।
তুমি কিভাবে আমাকে এতো আচ্ছাদন করে রাখো!
তুমি এভাবে আমাকে গ্রাস করে
না থাকলে আমি হয়তো
কবেই শীতে কেঁপে মরে যেতাম।
তুমি অনেক আগেই আমার রক্তে
মিশে গেছো, আচ্ছা তুমি কি আমিই?
ভালবাসার বাজারে, প্রেমের হাটে
আমি অনেক গরিব হয়ে গেছি।
সময় মতো বকুল ফুল আর কিনতে পারিনা।
সময় মতো জড়িয়ে ধরে মিশে যেতে পারিনা
বুকের গভীরে। তোমার চোখে ঠোঁটে চুমু খেতে পারিনা ।
অথচ তোমাকে সমস্ত পৃথিবী দিয়ে দেবার স্বপ্ন নিয়ে আমি পথ চলি।
ভাবি কাল অথবা পরশু।
তোমাকে একটা হীরের নাক ফুল কিনে দিবো।
অথবা তোমাকে দিবো এক অভাবনীয় মসলিন শাড়ি।
তোমাকে আমি গুপ্তধনের মতো লুকিয়ে রাখি ।
কারণ তোমাকে হারিয়ে ফেলার,
লুট হয়ে যাবার অনেক কিছু ঘুরছে চারপাশ।
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)
- অপরাজিতা
সিরাজাম মনিরা
- জুলাই ৩০, ২০২৪ - অন্য পৃথিবীর গল্প
রোদ্দুর
- মার্চ ২২, ২০২৪ - ইদানীং
মাসুদ করিম
- ডিসেম্বর ৭, ২০২৩