ঘুম বুকের উপর ভর করে
সরীসৃপের মতো এগুচ্ছে।
এক গুচ্ছ গোলাপের কাটা,
পলিথিনে গুঁজে দোকানী
ঠেসে গুঁজে দিলো এক কোনে, ভিতরে।
মিষ্টির শিরায় পিঁপড়া লেগেছে বলে
দোকান বন্ধ করা হচ্ছে।
কাশবনে হরতাল ডেকেছে
কবুতরের ঝাঁক।
তারা উড়লেই শান্তি বয়ে যাবে মেঘে।
ঘুম বুকের উপর ভর করে
সরসৃপের মতো এগুচ্ছে।
যদিও, এখন সকাল।
————–
বড় হচ্ছে বুড়ো হচ্ছে গাছ।
ছায়া বাড়ছে, নাকি পাতা ঝড়ছে আজ।
উড়ি যাচ্ছে, মরে যাচ্ছে পোকা।
সব জেনেও আগুন আলোকে
খেয়ে যাচ্ছে ধোকা।
বারি বর্ষণ, বায়ু শন শন, মৃদু গর্জন মেঘে।
অসময়ে যেন তক্ষক বনে,
ডেকে উঠছে জেগে।
————-
কলোকাকলি তানে,
চারপাশ অভিমানে,
শব্দদূষনে
উষ্ম মুঠোফোনে।
ক্লান্ত আখি ভারে
পথের সমাচারে,
ইন্দ্রজাল বিছানো অন্তর্জালে।
মাঝে মাঝে তাই, ভেসে যেতে চাই,
মাফুজের গজলে।
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)
- অপরাজিতা
সিরাজাম মনিরা
- জুলাই ৩০, ২০২৪ - অন্য পৃথিবীর গল্প
রোদ্দুর
- মার্চ ২২, ২০২৪ - ইদানীং
মাসুদ করিম
- ডিসেম্বর ৭, ২০২৩