код

“রুদ্রাক্ষর” প্রকাশিত হলো অনলাইনে।

অবশেষে অনলাইনে “রুদ্রাক্ষর” কে প্রকাশ করা গেল। অনলাইনের
অনেকেই বলে আমি কবিতা ভালো লিখি, বিশেষ করে বন্ধুরা। আমাকে বই প্রকাশ করার জন্য অনেকেই বলে; উদ্যোগী হয়। কিন্তু শেষ পর্যন্ত আমি পিছিয়ে যাই, কারণ কবিতার বই বহুদিন আমি নিজেই কিনিনা; যেটুকু পড়ি ওই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দেয়ালে, ব্লগে, অনলাইন পত্রিকায় অথবা আবৃত্তি শুনি ইউটিউব থেকে। আমার কবিতাগুলোর কোনো সুন্দর পাণ্ডুলিপি যে গোছানো নেই। আমি বিভিন্ন সময় আমার মুখবই এর দেয়ালে লিখে ফেলতাম কবিতা। সেগুলো গুছিয়ে এক সাথে করতেও কেমন আলস্য লাগে। প্রকাশকের কাছে ঘোরা ঘুরি বা ধকল নিতে ইচ্ছে করেনা। আমার মনে হয়েছে বইমেলার উন্মাদনা এখন আমাদের পাঠাভ্যাসকে অতিক্রম করেছে। আমি বই সাজানো লাইব্রেরি দেখি, বই সংগ্রহ করতে দেখি, কিন্তু শুধু পড়ার জন্য বই হাতে মানুষ কম দেখি। আমার আশেপাশে যাদের পড়তে দেখি তারা পিডিএফ অথবা ফ্লিফ বুক পরে। আমার কাছে তাই অনলাইনে বই প্রকাশ করাকে আমার জন্য যুক্তিসংগত মনে হয়।

ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *