আমাদের হিরো কারা ? সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু ভারতবাসীর সাথে সাথে বাংলাদেশ বাসীদেরও সমান ভাবে শোকাক্রান্ত করেছে, যার রেস এখন পর্যন্ত বিদ্যমান। আমাদের পত্রিকা গুলোও এ নিয়ে নিয়মিত সংবাদ প্রচার করছে। এ বিষয়ে কারো সাধারন টুইটকের বিশেষ ভাবে প্রচার করছে। এর কারন কি শুধুই একজন হিরোর অকালে অস্বাভাবিক মৃত্যূ ? না কি সাংস্কৃতিক আগ্রাসন ? নাকি সাংস্কিৃতিক যোগ্যতা ? না কি আমাদের সাংস্কৃতিক অযোগ্যতা ? নাকি ঠিকই আছে আমাদের প্রতিক্রিয়া।
“এক্সট্রাকশন” মুভিতে ঢাকাকে প্রেজেন্টেশন নিয়ে অনেক বিতর্ক হয়েছে, সেই মুভির বিতর্কের একটি বিষয় ছিল ঢাকাবাসীর ঘরে ঘরে হিন্দি গান দেখা যাচ্ছে। আপনি বিনোদনের জন্য যখন টিভি দেখেন তখন কি আপনি ইন্ডিয়ান চ্যানেল বা বলিউডের কিছু দেখেন না ঢালিউড দেখেন ? কোন রকম পদ্ধতিগত গবেষনা ছাড়াই বলা যেতে পারে আমাদের বাঙ্গালী অধিকাংশ মানুষ ভারতীয় চ্যানেল দেখেন কিংবা আমাদের বিনোদনের অন্যতম স্থান দখল করে আছে বলিউড। আমাদের বেশিরভাগের শাকিব খানের চেয়ে শারুখ খানের প্রতি ইমপ্যাথী বেশি।
ডুব সিনেমায় প্রয়াত ইরফান খান অভিনয় করছে শুনে আমাদের চোখ কপালে উঠেছিল, তেমনি মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী ছবি নো ম্যান্স ল্যান্ডেও নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনয় করছেন শুনে আমরা বিশেষ ভাবে চমৎকৃত হচ্ছি। বিপিএলেও বলিউড থেকে সালমান -ক্যাটরিনা ছাড়া আর জমছে না। আসলে আমাদের হিরোরা সম্ভবত আর ঢালিউডে নেই , আমাদের হিরোরা এখন বলিউডে।
মান্না-সালমান শাহরুখ খান পরবতী ফেরদৌস- রিয়াজ -শাকিল তারপর শাকিব খান এবং এখন সম্ভবত হিরো আলম আমাদের দেশীয় হিরো । আমাদের দেশীয় শিল্পীদের প্রতি শ্রদ্ধা বোধ ক্রমাগত হ্রাস পেয়েছে নাকি বেড়েছে তা নিজেকে জিজ্ঞাসা করে দেখুন। আমাদের চলচ্চিত্রর অনেক দৃশ্যই ট্রলের একটি উল্লেখযোগ্য উপকরন। চলচ্চিত্রে আমাদের যোগ্যতা ভারতের যেকোন প্রদেশ (টালিউড, কালিউডের ) এর চেয়ে যে কম তা মেনে নিতে কোন অসুবিধা হবার কথা নয়। এর কারন কি ? এর একটি প্রধান উত্তর থাকে বাজেট । আপনার কি মনে হয় আমাদের চলচ্চিত্রর বর্তমান দশার জন্য কি দায়ী? বাজেট নাকি আমাদের সৃজনশীলতা।
—————————————————
লেখকঃ মাসুদ করিম । এনিমেটর।
- অপরাজিতা
সিরাজাম মনিরা
- জুলাই ৩০, ২০২৪ - অন্য পৃথিবীর গল্প
রোদ্দুর
- মার্চ ২২, ২০২৪ - ইদানীং
মাসুদ করিম
- ডিসেম্বর ৭, ২০২৩