কবিতা : সবাই জিতে যায়
সবাই জিতে যায়।
ফুটপাতের হকার, ঝালমুড়ি বিক্রেতাও।
বেকারি মালিক থেকে আড়ৎদার।
মাল্টিন্যাশনাল কোম্পানীর মালিক
রাজনীতিবিদ, শিক্ষক, আমলাও জিতে যায়।
রাশিয়া জিতে যায়, জিতে ইউক্রেন।
গণপরিবহনের মালিক, জিতে মহাজন।
পরাজয় হয় শুধু মানুষের।
কবিতা : অর্থনৈতিক মুক্তি
পল্টনের যে স্থানে দাঁড়িয়ে
অর্থনৈতিক মুক্তির ফুলঝুড়ি উড়ানো হয়,
ঠিক পাশেই গোলাপ শাহ্ মাজার।
ফুটপাতে শুয়ে উলঙ্গ, অর্ধ উলঙ্গ মানব শরীর।
স্বর্ণ খোচিত যে চাকা যাত্রা শুরু করেছে,
আচমকা উঠে যায় আইল্যান্ডে উপরে।
ক্ষত বিক্ষত হয়ে যায় মানব শরীর।
ক্ষুধায় যন্ত্রণায় হাসে। ডাস্টবিনে দামী খাবার।
টিয়া পাখি নিয়ে সংসদ ভবনের সামনে
গাছের নীচে ভাগ্য গুনে যায় বৃদ্ধ প্রতারক ।
স্বপ্ন ডুবে থাকে হলুদ সাদা শহরের
নীল সবুজ খামে।
কবি পরিচিতি
কবি মোহাম্মদ আরিফুর রহমান প্রকাশিত কাব্য গ্রন্থ ”বেলকনির পঙক্তিমালা” । তিনি ১৯৮৩ সালের ১৮ই জানুয়ারী ফরিদপুরে জন্ম গ্রহন করেন । সহকারী রেজিস্টার হিসেবে কর্মরত আছেন বুুটেক্স বাংলাদেশ এ । অফিস থেকে ফিরে বিছানায় গা এলিয়ে দিয়ে কুবের এর দিনরাত্রী নামে ফেইসবুকে পেইজে সে ছন্দ, ছড়া, কবিতা লিখে থাকেন । সাহিত্য প্রেমী, কবিতা প্রেমী, তাৎক্ষনিক কবি আরিফ রহমান সম্প্রতি শিমুল মুস্তাফার নিকট আবৃত্তির প্রশিক্ষন নিয়ে দেশের বিভিন্ন স্থানে কবিতার আসরে অংশগ্রহন করে থাকেন ।
- অপরাজিতা
সিরাজাম মনিরা
- জুলাই ৩০, ২০২৪ - অন্য পৃথিবীর গল্প
রোদ্দুর
- মার্চ ২২, ২০২৪ - ইদানীং
মাসুদ করিম
- ডিসেম্বর ৭, ২০২৩