দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবন পূর্ণ করলেন মো: ওসমান গনি

শ্রদ্ধাঞ্জলি
মো: ওসমান গনি

মো: ওসমান গনি ১৫ অক্টোবর ১৯৬৪ সালে, টাঙ্গাইলের হুগড়া গ্রামে জন্ম গ্রহণ করেন । ১৯৮৪ সালে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকুরিতে যোগদান করেন । গাইবান্ধা, মুক্তাগাছা, গড়াই, বিন্যাফৈর সহ নানা স্থানে তিনি কৃষকদের সেবা দিয়েছেন । পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২১ । তিনি একজন মেধাবী ও পরিশ্রমী মানুষ । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মো: ওসমান গনি একজন সৎ ও নিষ্ঠাবান কর্মী। তিনি কৃষকদের উন্নয়নে কর্মজীবনে কাজ করেছেন। আজ তার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবন পূর্ণ হলো । যদিও তার শেষ কর্মদিবস ছিল গত ১২ অক্টোবর, ২০২৩ খ্রি. । তার শেষ কর্মদিবসে তিনি সংগনিরোধ পরিদর্শক (রপ্তানি) হিসেবে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি দায়িত্ব পালন করছিলেন। আজ তিনি তার অবসর-উত্তর ছুটি ( PRL) শুরু হওয়া উপলক্ষ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করার জন্য প্রাণপ্রিয় কৃষক-কৃষানী, সহকর্মী, ঊর্ধ্বতন সকল সম্মানিত স্যার, বন্ধু-বান্ধবসহ আমার পরিবার-পরিজন, নিকট আত্মীয় স্বজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

সকলের উদ্দেশ্যে তিনি বলেন । সফলতার সাথে চাকরি জীবন সফল সমাপ্তি করার কারণে এই মুহূর্তে মহান সৃষ্টিকর্তার নিকট লাখ শুকরিয়া আদায় করছি,আলহামদুলিল্লাহ। সুদীর্ঘ চাকরি জীবন সফলতার সহিত সমাপ্তি করার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করার জন্য আমার প্রাণপ্রিয় কৃষক-কৃষানী, সহকর্মী, ঊর্ধ্বতন সকল সম্মানিত স্যার, বন্ধু-বান্ধবসহ আমার পরিবার-পরিজন, নিকট আত্মীয় স্বজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন। আমিন।

২৮ thoughts on “দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবন পূর্ণ করলেন মো: ওসমান গনি
শ্রদ্ধাঞ্জলি

  1. Unquestionably believe that which you said. Your favorite justification seemed to be on the web the easiest thing to be aware of. I say to you, I definitely get irked while people consider worries that they plainly do not know about. You managed to hit the nail upon the top and defined out the whole thing without having side-effects , people can take a signal. Will likely be back to get more. Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *