স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য: প্রত্যাশা’র সেইফ হেলথ কেয়ার প্রকল্পের লক্ষ্য ।

প্রত্যাশা’র নতুন উদ্যোগ: সেফ হেলথ কেয়ার প্রকল্প

ঢাকা: বাংলাদেশের স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠান প্রত্যাশা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য সুরক্ষার লক্ষ্যে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি রাজধানীর হোটেল গিভেনসি ইন্টারন্যাশনালে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সেইফ হেলথ কেয়ার প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশার চেয়ারম্যান মোস্তফা আব্দুল বাতেন রুশিদী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চেষ্টার এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ এ এস সাবা হোসেন, ছিন্নমূল মানবকল্যাণ সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ আবুল হোসেন এবং হিরোজ ফর অলের ফাউন্ডার এন্ড চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ রেহনুমা করিম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিরেক্টর অ্যাডমিন মোঃ কামরুজ্জামান ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিরেক্টর অ্যাডমিন মোঃ কামরুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন । দুর দরান্ত থেকে সবাইকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ দেন । সুন্দর আগামীর প্রত্যাশায় সবাইকে মিলেমিশে কাজ করার আহবান জানান ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশার চেয়ারম্যান মোস্তফা আব্দুল বাতেন রশিদী সবাইকে সেবামুলক মনোভাব নিয়ে কাজ করতে বলেন, কোন ভাবেই যেন এটাকে ব্যাবসা হিসেবে না নেয়া হয় সেদিকে গুরুত্ব আরোপ করেন ।

সেইফ হেলথ কেয়ার প্রকল্পের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ জান্নাতুস সালমা প্রকল্পটির বিস্তারিত তুলে ধরে বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অতি অল্প খরচে সুবিধাবঞ্চিত শিশু, প্রসুতি মা এবং জনগণকে স্বাস্থ্য ও খাদ্য সেবা প্রদান করা। প্রকল্পটি নিজস্ব উৎপাদনের মাধ্যমে স্বল্প খরচে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষাকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্পটির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, একজন সুবিধাবঞ্চিত ব্যক্তি প্রকল্পে নিবন্ধনের ২১ দিনের মধ্যেই প্রথম সেবাটি পাবে।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা ও মতবিনিময়ের পর উপস্থিত অতিথি ও বাস্তবায়নকারীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনিমেটর মাসুদ করিম ।

ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)

১০৮ thoughts on “স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য: প্রত্যাশা’র সেইফ হেলথ কেয়ার প্রকল্পের লক্ষ্য ।
প্রত্যাশা’র নতুন উদ্যোগ: সেফ হেলথ কেয়ার প্রকল্প

  1. UID_95859078###
    Baru-baru ini, para pemain Mahjong Wins 3 dikejutkan dengan bocoran RTP yang diklaim bisa meningkatkan peluang kemenangan secara signifikan. Banyak yang percaya bahwa informasi ini membantu mereka mendapatkan hasil yang lebih konsisten dalam permainan. Jika Anda ingin tahu lebih lanjut, cek bocoran RTP Mahjong Wins 3 hari ini dan lihat apakah strategi ini benar-benar efektif.

  2. UID_57331425###
    Skandal terbaru mengguncang komunitas pecinta game slot setelah seorang admin terkenal, Rachel, dikabarkan tertangkap membocorkan pola kemenangan Gate of Olympus. Banyak yang bertanya-tanya apakah informasi ini benar-benar akurat atau hanya sekadar rumor yang beredar di kalangan pemain. Simak lebih lanjut detailnya dalam artikel admin Rachel tertangkap bocorkan pola Gate of Olympus.

  3. UID_17136916###
    Kisah inspiratif datang dari seorang tukang ojek online asal Tangerang yang berhasil membawa pulang hadiah fantastis setelah bermain Mahjong Ways 2. Dengan modal kecil, ia sukses mengubah nasibnya dan meraih kemenangan besar senilai 200 juta rupiah. Penasaran bagaimana caranya? Simak kisah lengkapnya di artikel tukang ojek online menang 200 juta dari Mahjong Ways 2.

  4. BusinessIraq.com stands at the forefront of Iraqi business intelligence, delivering comprehensive coverage of the nation’s economic landscape. Our platform serves as the premier destination for breaking business news, market analysis, and industry insights across Iraq’s diverse commercial sectors. With real-time updates and expert commentary, we ensure stakeholders stay informed about the latest developments shaping Iraq’s business environment.

  5. BusinessIraq.com delivers breaking business and economic news from across Iraq’s dynamic market landscape. Our platform offers real-time coverage of crucial economic indicators, market movements, and policy changes affecting Iraq’s business community. According to recent reports from cnbc.com, our comprehensive analysis aligns with global economic trends while focusing on Iraq’s unique market conditions, providing decision-makers with vital insights for strategic planning and investment decisions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনিও লিখতে পারেনন ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিনে

X