মানুষ কিংবা অমানুষ

আমার ক্ষুধা লাগেনা আর!
পানতার পচা পানিতে পচে গেছে পেটের থলি।
ভাইসাব দিয়েছে মানুষ মারার একটি মেশিন গতকাল।
আগামী জোসনা রাতে মেশিন চালাতে হবে একটি তাজা বুকে।
কি জানি কি হরতাল বলে-
খেতে হবে না পচা পানি আর
বেদেশি সুরা আছে নাকি তার
ছকিনারে ভোলাতে আছে কিছু সুন্দর মাগী
আছে আরো অনেক কিছু-
আমি…


——-নিখর তাবিক

Image result for illustration

ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *