সঠিকভাবে মশলা গুঁড়া করা অনেক কঠিন ও সময়সাপেক্ষ একটি কাজ। আর এই কঠিন কাজটি সহজ করতে হোম অ্যাপ্লায়েন্স সেকশনে যমুনা ইলেক্ট্রনিক্স যুক্ত করলো যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি ও উৎকর্ষতার যমুনা মিক্সার গ্রাইন্ডার। আলট্রা সুপার ব্লেড টেকনোলজি ও ন্যাচারাল হেলথি ব্লেন্ডার প্রযুক্তি সমৃদ্ধ এই মিক্সার গ্রাইন্ডারে রয়েছে চারটি আকর্ষণীয় কালারের মডেল। ডিজাইনের দিক দিয়েও যমুনা ইলেক্ট্রনিক্সের এই মিক্সার গ্রাইন্ডারগুলো অতুলনীয়। চারটি মডেলের মধ্যে দুইটি মিক্সার গ্রাইন্ডার ৬৫০ ওয়াটের এবংঅন্য দুইটি ৮৫০ ও অধিক শক্তিশালী ১০০০ ওয়াটের। শক্তিশালী ব্লেড সমৃদ্ধ যমুনা ইলেক্ট্রনিক্সের এই মিক্সার গ্রাইন্ডার দ্বারা নিত্যদিনের প্রয়োজনীয় মশলা, চালের গুঁড়া, মাংসের কিমা, চাটনি ইত্যাদি তৈরি করা যায় স্বল্প সময়ে চোখের পলকেই। যমুনা ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলস কর্পোরেট হেড অফিসে জাঁকজমক এক আয়োজনের মধ্যে দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের উপস্থিতিতে এই মিক্সার গ্রাইন্ডারগুলো মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস মোঃ সাজ্জাদুল ইসলাম জানান, ‘’যমুনা ইলেকট্রনিক্সের অন্যান্য পণ্যের মতো এই মিক্সার গ্রাইন্ডারেও গ্রাহকদের কথা মাথায় রেখে গুণগত মানের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। গুণগত মানের ভিত্তিতে মিক্সার গ্রাইন্ডারটির বাজার মূল্য গ্রাহকদের সাধ্যের মধ্যেই থাকবে।‘’ গ্রাহকদের জন্যে যমুনার এই আকর্ষণীয় মিক্সার গ্রাইন্ডার সারাদেশে ছড়িয়ে থাকা যমুনা ইলেকট্রনিক্সের সকল প্লাজা, ডিলার শোরুম ও অনলাইনে পাওয়া যাবে।
- শর্ত - নভেম্বর ৫, ২০২৪
- উন্মুক্ত দরপত্রের নিয়ম না মেনেই জাতীয় যুব দিবসের কাজ দিয়ে দিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক - অক্টোবর ২৫, ২০২৪
- স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য: প্রত্যাশা’র সেইফ হেলথ কেয়ার প্রকল্পের লক্ষ্য ।
প্রত্যাশা’র নতুন উদ্যোগ: সেফ হেলথ কেয়ার প্রকল্প
- অক্টোবর ৯, ২০২৪
gluco6 reviews : https://gluco6reviews.usaloves.com/
gluco6 reviews : https://gluco6reviews.usaloves.com/
gluco6 reviews : https://gluco6reviews.usaloves.com/