ততুমি বহুবার
চিঠি লিখতে বলেছো
ঝরা পাতার চিঠি,
নতুন পাতার চিঠি,
কখনও কখনও
গোলাপ লুকানো চিঠি😍
আমি কিন্তু লিখেছি
আকাশের ঠিকানায়😝
তুমি কবিতা চাইতে
কাশবন কবিতা,
ঘাসফুল কবিতা,
গোপন কবিতা🙈
আমি তো কবিতার ভার
তোমাকে দিয়ে মুক্ত
তুমি লিখবা….
আমাকে লিখবা
তোমাকে লিখবা
আর আমি পড়বো😚
তুমি কিন্তু লিখছো না 😏
কই তাকিয়ে আছো?
কবিতা কই?
চিঠি লিখতে বলেছো
ঝরা পাতার চিঠি,
নতুন পাতার চিঠি,
কখনও কখনও
গোলাপ লুকানো চিঠি😍
আমি কিন্তু লিখেছি
আকাশের ঠিকানায়😝
তুমি কবিতা চাইতে
কাশবন কবিতা,
ঘাসফুল কবিতা,
গোপন কবিতা🙈
আমি তো কবিতার ভার
তোমাকে দিয়ে মুক্ত
তুমি লিখবা….
আমাকে লিখবা
তোমাকে লিখবা
আর আমি পড়বো😚
তুমি কিন্তু লিখছো না 😏
কই তাকিয়ে আছো?
কবিতা কই?
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)
- শর্ত - নভেম্বর ৫, ২০২৪
- উন্মুক্ত দরপত্রের নিয়ম না মেনেই জাতীয় যুব দিবসের কাজ দিয়ে দিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক - অক্টোবর ২৫, ২০২৪
- স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য: প্রত্যাশা’র সেইফ হেলথ কেয়ার প্রকল্পের লক্ষ্য ।
প্রত্যাশা’র নতুন উদ্যোগ: সেফ হেলথ কেয়ার প্রকল্প
- অক্টোবর ৯, ২০২৪