নিশিকুমারী শশীবালা

আজ গগনে পূর্ণ তুমি;
আলোকিত শহর-গ্রাম,
আঁধারে খুঁজে পাওয়া নিজ কায়া,
নিষ্পাপ শিশুর আদুরে চাওয়া-
আয় আয় চাঁদ মামা,
সুঁতাকাটা বুড়ি আর রূপকথা।
কেউবা মত্ত বিভোর আনন্দে,
তোমা পানে দৃষ্টিস্নাত প্রেয়সীর
ললাট-শিহরিত কোনো চুম্বন স্পর্শে,
এলিয়ে সকল ক্লান্তি- উৎসব রজনী।
নিশিভরে তুমি-আমি, একা-একাকিত্ব,
গগন-ধরিত্রীর অশরীরী প্রেম-প্রনয়ে,
শশীবালা-কবিমন, আবিষ্ট-আবৃত্ত।
পূর্ণযৌবনা নিশিকুমারী,
রাহুগ্রাস -সেতো ক্ষনিকের,
আকাঙ্ক্ষী জোছনা স্নানে-শুদ্ধি বিভেদ-বিভাজনের।
—————————————-
তোফাজ্জল তোফা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *