১
তোমার বন্দুকের নল কাঁটাতার ভেদ করে
আমার হৃদপিণ্ডে আঘাত হানে,
সবুজ ঘাস হয় রক্ত লাল,
গরুচোর বলে, চোরাকারবারি বলে
কত ছোট করবে বলো?
তুমি না বন্ধু আমার?
তবে কেন রক্তান্ত সীমানা প্রাচীর?
ফেলানীর গায়ের জামা যাতে মিশে অাছে
ষোল কোটি বাঙালির ছোপ ছোপ রক্তের দাগ
যদি পারো করো আরো অধিক ভাগ,
খন্ডিত দেহে খন্ডিত হৃদপিন্ডে জেগে উঠবেই
লাল-সবুজ।।
২
আমার অজ্ঞাতনামা লাশ
তোমার মনের গহিনে যেদিন তুলবে ঝড়,
পত্রিকার পাতায় হবে স্থান
জানি সেদিন আমার চোখ আর
তোমার চোখে দৃষ্টি মিলবে না,
আমার যে হাত প্রতি সন্ধায়
তোমার এলো চুলে পরশ বুলিয়ে দিত
তা আর নড়েচড়ে উঠবে না,
পত্রিকার পাতা উল্টিয়ে উল্টিয়ে
তুমি চলে গেলে
আমার অজ্ঞাতনামা লাশের খবর ফেলে,
ভোরের আলোয় আধাঁরের শব্দহীন
যে সূর অনেক দূরে হারিয়ে গেল,
তার কথা কেউ মনে রাখেনি কোনদিন
তুমিও বা কেন রাখবে, তাই না বলো??
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)
- শর্ত - নভেম্বর ৫, ২০২৪
- উন্মুক্ত দরপত্রের নিয়ম না মেনেই জাতীয় যুব দিবসের কাজ দিয়ে দিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক - অক্টোবর ২৫, ২০২৪
- স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য: প্রত্যাশা’র সেইফ হেলথ কেয়ার প্রকল্পের লক্ষ্য ।
প্রত্যাশা’র নতুন উদ্যোগ: সেফ হেলথ কেয়ার প্রকল্প
- অক্টোবর ৯, ২০২৪