স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য: প্রত্যাশা’র সেইফ হেলথ কেয়ার প্রকল্পের লক্ষ্য ।

প্রত্যাশা’র নতুন উদ্যোগ: সেফ হেলথ কেয়ার প্রকল্প

ঢাকা: বাংলাদেশের স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠান প্রত্যাশা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য সুরক্ষার লক্ষ্যে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি রাজধানীর হোটেল গিভেনসি ইন্টারন্যাশনালে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সেইফ হেলথ কেয়ার প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশার চেয়ারম্যান মোস্তফা আব্দুল বাতেন রুশিদী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চেষ্টার এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ এ এস সাবা হোসেন, ছিন্নমূল মানবকল্যাণ সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ আবুল হোসেন এবং হিরোজ ফর অলের ফাউন্ডার এন্ড চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ রেহনুমা করিম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিরেক্টর অ্যাডমিন মোঃ কামরুজ্জামান ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিরেক্টর অ্যাডমিন মোঃ কামরুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন । দুর দরান্ত থেকে সবাইকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ দেন । সুন্দর আগামীর প্রত্যাশায় সবাইকে মিলেমিশে কাজ করার আহবান জানান ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশার চেয়ারম্যান মোস্তফা আব্দুল বাতেন রশিদী সবাইকে সেবামুলক মনোভাব নিয়ে কাজ করতে বলেন, কোন ভাবেই যেন এটাকে ব্যাবসা হিসেবে না নেয়া হয় সেদিকে গুরুত্ব আরোপ করেন ।

সেইফ হেলথ কেয়ার প্রকল্পের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ জান্নাতুস সালমা প্রকল্পটির বিস্তারিত তুলে ধরে বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অতি অল্প খরচে সুবিধাবঞ্চিত শিশু, প্রসুতি মা এবং জনগণকে স্বাস্থ্য ও খাদ্য সেবা প্রদান করা। প্রকল্পটি নিজস্ব উৎপাদনের মাধ্যমে স্বল্প খরচে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষাকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্পটির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, একজন সুবিধাবঞ্চিত ব্যক্তি প্রকল্পে নিবন্ধনের ২১ দিনের মধ্যেই প্রথম সেবাটি পাবে।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা ও মতবিনিময়ের পর উপস্থিত অতিথি ও বাস্তবায়নকারীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনিমেটর মাসুদ করিম ।

২৯ thoughts on “স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য: প্রত্যাশা’র সেইফ হেলথ কেয়ার প্রকল্পের লক্ষ্য ।
প্রত্যাশা’র নতুন উদ্যোগ: সেফ হেলথ কেয়ার প্রকল্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *