বহুদিন তোমাকে কবিতা লিখিনা
বহুদিন তোমাকে বলিনা কি অনন্য
উপহার তুমি আমার।
তুমি কিভাবে আমাকে এতো আচ্ছাদন করে রাখো!
তুমি এভাবে আমাকে গ্রাস করে
না থাকলে আমি হয়তো
কবেই শীতে কেঁপে মরে যেতাম।
তুমি অনেক আগেই আমার রক্তে
মিশে গেছো, আচ্ছা তুমি কি আমিই?
ভালবাসার বাজারে, প্রেমের হাটে
আমি অনেক গরিব হয়ে গেছি।
সময় মতো বকুল ফুল আর কিনতে পারিনা।
সময় মতো জড়িয়ে ধরে মিশে যেতে পারিনা
বুকের গভীরে। তোমার চোখে ঠোঁটে চুমু খেতে পারিনা ।
অথচ তোমাকে সমস্ত পৃথিবী দিয়ে দেবার স্বপ্ন নিয়ে আমি পথ চলি।
ভাবি কাল অথবা পরশু।
তোমাকে একটা হীরের নাক ফুল কিনে দিবো।
অথবা তোমাকে দিবো এক অভাবনীয় মসলিন শাড়ি।
তোমাকে আমি গুপ্তধনের মতো লুকিয়ে রাখি ।
কারণ তোমাকে হারিয়ে ফেলার,
লুট হয়ে যাবার অনেক কিছু ঘুরছে চারপাশ।
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)
- শর্ত - নভেম্বর ৫, ২০২৪
- উন্মুক্ত দরপত্রের নিয়ম না মেনেই জাতীয় যুব দিবসের কাজ দিয়ে দিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক - অক্টোবর ২৫, ২০২৪
- স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য: প্রত্যাশা’র সেইফ হেলথ কেয়ার প্রকল্পের লক্ষ্য ।
প্রত্যাশা’র নতুন উদ্যোগ: সেফ হেলথ কেয়ার প্রকল্প
- অক্টোবর ৯, ২০২৪