নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তার ঐ নীলে অগনিত আর
নিচে গ্রাম, গঞ্জ, হাট, জনপদ, লোকালয় আছে ঊনসত্তর হাজার।
ধবলদুধের মতো, জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ-পূর্ণিমার।
নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার
তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শিষ
দিয়ে এত বড় চাঁদ?
অতি অকস্মাৎ
স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি? কোন শব্দ? কিসের প্রপাত?
গোল হয়ে আসুন সকলে, ঘন হ’য়ে আসুন সকলে,
আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে।
অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরোজ়ায়।
এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নূরলদীনের কথা মনে পড়ে যায়-
কাল ঘুম যখন বাংলায়
তার দীর্ঘ দেহ নিয়ে আবার নূরলদীন দেখা দেয় মরা আঙিনায়।
নূরলদীনের বাড়ি রংপুরে যে ছিল,
রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিল ১১৮৯ সনে।
আবার বাংলার বুঝি পড়ে যায় মনে,
নূরলদীনের কথা মনে পড়ে যায়,
যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়।
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল্লায়-
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার কন্ঠ বাজেয়াপ্ত ক’রে নিয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়,
যখন আমারই দেশে এ আমারই দেহ থেকে রক্ত ঝড়ে যায়,
ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়।
আসুন, আসুন তবে, আজ এই প্রশস্ত প্রান্তরে;
যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝড়ে পড়ে
তখন কে থাকে ঘুমে? কে থাকে ভেতরে?
কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে?
সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রক্ষ্মপুত্রে মেশে।
নূরলদীনের কথাও যেন সারা দেশে
পাহাড়ী ঢলের মতো নেমে এসে সমস্ত ভাসায়,
অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়
যে, আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়,
আবার নূরলদীন একদিন কাল পূর্ণিমায়
দিবে ডাক, ‘জাগো বাহে, কোনঠে সবাই?’
- ভাবনার হালখাতা ২০২৪
মাসুদ করিম
- ডিসেম্বর ৩০, ২০২৪ - শর্ত - নভেম্বর ৫, ২০২৪
- উন্মুক্ত দরপত্রের নিয়ম না মেনেই জাতীয় যুব দিবসের কাজ দিয়ে দিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক - অক্টোবর ২৫, ২০২৪
Do you have a spam issue on this website; I also am
a blogger, and I was wondering your situation; we
have created some nice procedures and we are looking to
swap techniques with others, why not shoot me an e-mail if interested.
My brother suggested I might like this web site.
He was totally right. This publish truly made my day.
You can not imagine just how a lot time I
had spent for this information! Thank you!
Hi there! I could have sworn I’ve visited this blog before but after looking at many of the posts I realized it’s new to me.
Anyways, I’m certainly happy I found it and I’ll be bookmarking it and checking back regularly!
You ought to take part in a contest for one of the best websites on the
net. I am going to highly recommend this site!
Hello all, here every one is sharing these kinds of familiarity, thus it’s pleasant to
read this website, and I used to pay a visit this webpage all
the time.
Wonderful beat ! I would like to apprentice even as you amend your web site, how
could i subscribe for a blog web site? The account helped me
a applicable deal. I were a little bit acquainted of this your broadcast offered vivid clear concept
It’s an amazing paragraph in support of all the web users;
they will get advantage from it I am sure.
Hi there friends, how is the whole thing, and what you wish for to say
regarding this article, in my view its really awesome designed for me.
Empowering! Discover Sexual Wellness for unmatched care.