মাসুদ করিমের ‘হীরামন’—কবিতার সংকলন, যার মূল্য অমূল্য!

দীর্ঘদিন ধরে কবিতা লিখে আসছেন মাসুদ করিম। তার শব্দের জাদু ছুঁয়ে গেছে পাঠকের হৃদয়, কখনো প্রেমে, কখনো বিরহে, কখনো প্রতিবাদের সুরে। ব্লগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা তার কবিতাগুলোর অনেকগুলো হারিয়ে গেছে সময়ের স্রোতে। তবে তিনি এবার তার শ্রেষ্ঠ ৭১টি কবিতা একত্রিত করে প্রকাশ করলেন ‘হীরামন’ নামের একটি ইবুক। হীরামন নাম প্রসঙ্গে কবি বলেছেন, মন হীরামন পাখীর মতো উদাস বিলুপ্ত প্রায় হইতে পারে আবার আগুনে পুড়ে পুড়ে হীরাও হইতে পারে । হীরামন হতে পারে উদাশ কিংবা আগুন মনের শব্দ মালা ।

সর্বদা সৃজনশীল এবং উদার মানসিকতার লেখক মাসুদ করিম সিদ্ধান্ত নিয়েছেন, ‘হীরামন’ ইবুকটি পাঠকদের জন্য একদম ফ্রি! যেকোনো পাঠক এটি সহজেই ডাউনলোড করতে পারবেন। শুধু তাই নয়, যারা এই কবিতাগুলোর উপর ভিত্তি করে রিল বা কনটেন্ট তৈরি করবেন, তাদের জন্য থাকছে আকর্ষণীয় সুযোগ!

এই ইবুকের মূল্য? মূল্য লেখা আছে— “অমূল্য”! কারণ কবিতার অনুভূতির কোনো দাম হয় না, কবিতা হৃদয়ে স্থান করে নেয়। তবে, পাঠকদের ভালোবাসা পেলে ভবিষ্যতে এই সংকলনের প্রিন্ট সংস্করণও প্রকাশিত হতে পারে।

ফ্রি ডাউনলোড করতে ‘হীরামন’ লেখার উপর ক্লিক করুন । আপনার প্রিয় কবিতা নিয়ে রিল বানিয়ে জয় করুন আকর্ষণীয় সুযোগ!

ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)

আপনিও লিখতে পারেনন ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিনে

X