এনার বউটি ওনার কাছে, ওনার বরটি এনার
ইকলি বিকলি মন্ত্র আছে এমন হৃদয় কেনার
ঘুম ভেঙ্গে বর পাশেই দেখে বউটি নেইকো ঘরে
কে নিয়েছে, কই গেলো সে, হ্যাচকা টানে পরে
বরটি ঘরে ফেরে নাকো বউটি রাতে একা
ফেসবুকে সে পেয়ে গেলো হাবুর বাপের দেখা
ম্যাসেঞ্জারে টুয়িং করে পাঠায় তাকে হ্যালো
বউটি তখন হেসে বলে- ক্যায়া ুহে বলো
বলা-কওয়ায় শুরু হলো বেশ পিক পাঠানোর মেলা
টি-টুয়েন্টি ম্যাচটা আজ ফেবুর মাঠেই হবে খেলা
বরটি ভীষণ কাজে আছে অফিস ফেলে ডেটে
কলিগ মলির ভারি প্রিয় ললিপপ খাওয়া চেটে
যে যার মত সুখে থাকলে বৃথাই হতো পদ্য
বর বউ দুই একই ঘরে থাকে নিয়ে ছদ্ম
এমনি করে কাটে বেলা এমনি করেই দিন
শরীর কেবল শরীর টানে ভীষণ হৃদয়হীন
কদিন বাদেই বয়স বাড়ে চোখের ঘুমও হারাম
বর বাবুটা পয়না খুঁজে মলির বুকে আরাম
হাবুর বাবা দেয়না সময় বউটিকে আর অত
ঘর ছেড়ে ঐ হোটেল রুমে জমে না আগের মত
বরটি এখন কর্পোরেটে নেতিয়ে গেছে টাকায়
মলি ভাবীর ভাল্লাগেনা থাকতে কেবল ঢাকায়
ভীষণ হতাশ তাদের কেবল একলা একলা লাগে
জীবন নিয়ে যে যার মত খুব নিরবে ভাগে
এসব শুধু এই জমানার প্রতি দিনের কাব্য
সিজোফ্রেনিক জাতি কেবল এগুলোই ভাববো।
কবি : একজন নাট্য নির্মাতা।
Latest posts by ড্রিমমেকার অনলাইন ম্যাগাজিন (see all)
- শর্ত - নভেম্বর ৫, ২০২৪
- উন্মুক্ত দরপত্রের নিয়ম না মেনেই জাতীয় যুব দিবসের কাজ দিয়ে দিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক - অক্টোবর ২৫, ২০২৪
- স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য: প্রত্যাশা’র সেইফ হেলথ কেয়ার প্রকল্পের লক্ষ্য ।
প্রত্যাশা’র নতুন উদ্যোগ: সেফ হেলথ কেয়ার প্রকল্প
- অক্টোবর ৯, ২০২৪
Utterly written content material, Really enjoyed reading through.