অভাবনীয় অবিশ্বাস্য গল্প নিয়ে শুরু হচ্ছে সাইকো থ্রিলার ওয়েব সিরিজ “ডোম ।।

অভাবনীয় অবিশ্বাস্য গল্প নিয়ে ডোম নামের ওয়েব সিরিজ দেখা যাবে বঙ্গ বিডি তে । তারকা বহুল এই ওয়েব সিরিজে  অভিনয় করছেন আমিনুর ইসলাম লিটন, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নাট্যতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন এবং বর্তমানে জিটিভিতে সিনিয়র প্রডিউসার হিসেবে কর্মরত আছেন । আমিনুর ইসলাম লিটন এর আগে অনেক নাটক এ অভিনয় করলেও এইবার প্রথম তিনি প্রধান চরিত্র হিসেবে আবির্ভূত হচ্ছেন । তারকা বহুল এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ন চরিত্র সূমহে অভিনয় করছেন প্রান রায়, নওসাবা আহমেদ, আবু হুরাইরা, তানভীর,  আবু হেনা রনি, আনোয়ার শাহি , চিত্রনায়িকা তানহা তাসনিয়া, জয় রাজ, বাপ্পি আশরাফ সহ অনেকেই ।

ডোম ওয়েব সিরিজ টি একটি সাত পর্বের টান টান উত্তেজনার সাইকো থ্রিলার । ওয়েব সিরিজ এর নাম দেখেই সহজে ধারণা করা যায় গল্পটি একটি লাশ কাটার দায়িত্বে থাকা ডোমের চরিত্র কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে । শ্বাসরুদ্ধ কর একটি গল্পের মাধ্যমে বাংলা দর্শকরা একটি অভাবনীয় গল্পের সাইকো থ্রীলার দেখেতে যাচ্ছে । ডোমের পরিবেশক দের কাছে যোগাযোগ বরে জানা যায় দু-একদিনের মধ্যে শিল্পকলায় একটি প্রিমিয়ার শো হবার পরি এটি ওটিটি প্লাটফরমে দেখা যাবে ।

ওয়েব সিরিজ টি নির্মান করেছে রাশেদ রাহা । ওয়েব সিরিজটির ট্রেইলার ইতোমেধ্য মুক্তি পেয়েছে ।

৯ thoughts on “অভাবনীয় অবিশ্বাস্য গল্প নিয়ে শুরু হচ্ছে সাইকো থ্রিলার ওয়েব সিরিজ “ডোম ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *