মৃত্যুবিদ্যার্থী

মাসুদ করিম

আমাদের বিল্ডিং এর ছাদ ভেঙ্গে
মাথারা উপরে পরে মরতে মরতে বুঝি
এ এক অপরিকল্পিত নগরী। বুঝতে পারি
রাজউকের একটা সনদের মূল্য কত ?

হঠাৎ আগুন লেগে তার নিয়ন্ত্রনহীন শিখায়
আমাদের সর্বস্ব পুড়তে পুড়তে বুঝি
একটি সত্য অগ্নী নিরাপত্তা সনদের মূল্য কত ।
রাস্তায় পার হবার সময় গাড়ির ধাক্কায়
মৃত্যুর পূর্ব মূহর্তে বুঝি
এখানে একটা ফুট ওভার ব্রিজ এর দরকার ছিল,
কিংবা আমার দরকার ছিল ট্র্যাফিক
সিগন্যাল মানার , কিংবা একটা ড্রাইভিং লাইসেন্স এর মূল্য কত !

ভেজাল বিষমাখা খাবার খেয়ে খেয়ে
মরণব্যাধীতে আক্রান্ত হয়ে মরতে মরতে প্রশ্ন করি
অমূল্য জীবন বিপন্ন করে স্বল্পমূল্য লাভের জন্য
বিক্রেতা ভেজাল কেন মেশায়? বুঝতে পারি
ফুড সেফটির মানে কি?

দুর্নীতি, লোভ আর স্বার্থপরতার পক্ষাগাতে
আমর পচতে থাকি, ভ্রুক্ষেপহীণ ভাবে বেচে থাকতে থাকি
হঠাৎ এক সময় মরতে মরতে মরে গিয়ে বুঝতে পারি
সত্যিকারের গণতন্ত্রের মুল্য কত !

কবি পরিচিতি
কবি মাসুদ করিম পেশায় একজন এনিমেটর । ছোটবেলা থেকেই তিনি ছবি আকতেন । টাঙ্গাইল ফুলকিতে তিনি চারুকলা বিষয়ক শিক্ষাকর্মী হিসেবে কাজ করেছেন । থিয়েটার কর্মী হিসেবে সংযুক্ত ছিলেন লোকনাট্য দল ( বনানী ) , উদীচী সিলেট এবং রককু স্মৃতি পরিষোদ, টাঙ্গাইল এর সাথে । কবি মাসুদ করিমের বর্নাঢ্য জীবন মূলত সাংষ্কৃতিক ও সৃজনশীলতায় পরিবেষ্টিত । তিনি মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্স বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন । তার জন্ম ১৬ অক্টবোর ১৯৮৪ সাল টাঙ্গাইল জেলার হুগড়া গ্রামে ।

১৪ thoughts on “মৃত্যুবিদ্যার্থী
মাসুদ করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *