ইনার হুইল ক্লাব অব ওয়েসিস ঢাকা এর ফ্রেন্ডশিপডে মিটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত ।

অনাড়ম্বর এবং একটি সুন্দর আয়োজনের মাধ্যেমে আজকে ইনার হুইল ক্লাব অব ওয়েসিস ঢাকার সদস্যদের সমাবেশ ঘটেছিল সখ এর কার্যালয়ে । প্রোগ্রামটির আয়োজন করেছিলেন সংগঠনের সেক্রেটারি রাজিয়া সুলতানা । অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ইনার হুইল ক্লাব অব ওয়েসিস ঢাকার প্রেসিডেন্ট নিলুফার আহমেদ করিম, সাবেক প্রেসিডেন্ট সহিদা হায়দার দীপ্তি , ভাইস প্রেসিডেন্ট প্রোফেসর ড. ফেরদৌসি খানম, সাদিয়া জিনাত, শারমিন জাহান খান, তাসমিয়া আহমেদ, সদস্য তানিয়া নাজনীন সহ আরো অনেকে ।


সদস্যবৃন্দ উপস্থিত হবার পর ইনার হুইল ক্লাব অব ওয়েসিস ঢাকার সেক্রেটারি রাজিয়া সুলতানা সবাইকে ফ্রেন্ডশিপডে উপলক্ষে রাখি পরিয়ে দেন, উপহার দেন সখ ক্রাফ্টস এর প্রস্তুত কৃত মিনি পার্স এবং কার্ড ।  আলোচনার পর সখ কার্যালয়ের সবুজ রুফটপে সবাই মিলে কেক কাটেন ।  সবাই এক সঙ্গে রাতের খাবার এর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় ।

২৫ thoughts on “ইনার হুইল ক্লাব অব ওয়েসিস ঢাকা এর ফ্রেন্ডশিপডে মিটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *